করোনায় আক্রান্ত অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার

শুক্রবার, জুন ১৯, ২০২০,৬:০০ অপরাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় সবার কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর আগে ১৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদ।

শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসায় গোলাম সারওয়ার বর্তমানে লালমাই রেডিও স্টেশনের অদূরে দুতিয়াপুরস্থ বাসায় হোম আইসোলেশনে আছেন। বড় ধরনের কোনো উপসর্গ ছাড়াই তিনি সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে