করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন

রবিবার, মে ৩, ২০২০,২:১৩ অপরাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনার উপসর্গ নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ, অধ্যাপক ড. মুনতাসীর মামুন। আজ রবিবার বিকাল ৬টা দিকে তাঁকে ভর্তি করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছে অধ্যাপক মুনতাসীর মামুনের মা। 

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত জানিয়েছেন, মুনতাসীর মামুন মায়ের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে করোনা সন্ধেহে পরীক্ষা করা হলে তাঁর ফল নেগেটিভ এসেছিল। কিন্তু গত দুই-তিন থেকে তাঁর বমিভাব, খাবারে অরুচি, কাশি ও শরীর দুর্বল অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে