[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনায় আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসক মারা গেলেন ডা. রফিকুল হায়দার লিটন নামে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও এনাম মেডিক্যাল কলেজের অ্যানডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ছিলেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডা. রফিকুল হায়দার লিটন গত তিন দিন আগে করোনা পজিটিভ শনাক্ত হন। তারপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেলেন। কিন্তু বুধবার রাতে অবস্থা খারাপের দিকে যাওয়ায় বাসা থেকে এনাম হাসপাতালে নেওয়ার সময় পথে অ্যাম্বুলেন্সেই ডা. রফিকুল হায়দার লিটন মারা যান।


























