করোনাভাইরাস মোকাবেলায় অ্যাম্বুলেন্স সুবিধা দেবে ডিআরইউ

শনিবার, মার্চ ২১, ২০২০,৮:০২ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাসে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের কেউ আক্রান্ত হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবায় অ্যাম্বুলেন্স সুবিধা দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ (শনিবার, ২১ মার্চ) থেকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সহায়তায় ডিআরইউ চত্বরে সার্বক্ষণিক ২টি অ্যাম্বুলেন্স থাকবে এই উদ্যোগের অংশ হিসেবে।

যথাসময়ে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে ডিআরইউর কোনো সদস্য বা সদস্য পরিবারের কারো মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে সমন্বয় কমিটির একজন সদস্যকে ফোনে জানালে বাসার ঠিকানায়। তারপর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর মাধ্যমে।

ডিআরইউ’র পক্ষ থেকে এ সেবা নিশ্চিতের জন্য সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীকে (০১৭১১৭৩৮০০১) প্রধান সমন্বয়ক এবং সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান (০১৭৮৯৫৫০৮৯২), সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী (০১৭১১১৮২১৪৭) প্রমুখকে সদস্য করে ১৫ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে জরুরি ভিত্তিতে ।
ইতিমধ্যে ডিআরইউ কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেড কভার ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেছে করোনা সতর্কতার অংশ হিসেবে।

করোনা সংক্রান্ত সচেতনতামূলক বিশেষ সভা করা হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে। এছাড়া সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে ডিআরইউ ক্যান্টিন, মিডিয়া সেন্টার, গেমস রুম ও বাগানে অবস্থানের ক্ষেত্রে। ডিআরইউতে না আসার জন্য বলা হয়েছে অতিথি ও সদ্য প্রবাস ফেরতদের।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে