[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, কুড়িগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির মাধ্যমে সাড়াদেশে অক্সিজেন কনটিনজার পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক প্রদান করেন।
তারই অংশ হিসেবে ২০ জুলাই (সোমবার) কুড়িগ্রামের এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসকের হলরুমে সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান হাতে ভাইরাস প্রতিরোধে উপকরণ সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান জননেতা আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার-ই-আলম সরকার জীবনের পিতা নাজিম খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকবর হোসেন।