করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরো ২ সদস্যের মৃত্যু

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০,১:৫৯ অপরাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পুলিশের আরো দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত পুলিশের ৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

আজ বৃহস্পতিবার বিষয়টি  নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া দু’জনের একজন হলেন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। আরেকজন ঢাকা মহানগর ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)।

তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান তারা। এর আগে জসীম উদ্দিন (৪০) নামে পুলিশের এক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে