করোনায় আক্রান্ত এমপি আব্দুস শহীদ

মঙ্গলবার, জুন ১৬, ২০২০,৫:১৪ অপরাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনায় আক্রান্ত মৌলবীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৬ বারের এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবদুস শহীদ।

আজ মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বর্তমানে শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ নিশ্চিত করেছেন। এদিকে আব্দুস শহীদ এমপি করোনা শনাক্তের খবরে দলীয় নেতাকর্মীরা তার সুস্থতা কামনা করেছেন। তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আব্দুস শহীদ এমপি একান্ত সহকারী সচিব আহাদ মোহাম্মদ সাঈদ জানান, আব্দুস শহীদ এমপি স্যার সোমবার শরীরে কিছুটা জ্বর থাকায় হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। আজ মঙ্গলবার তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি এলাকাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে