কমলাপুর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯,৪:৫৫ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকার কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্ম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে লাশটি উদ্ধার হলেও তার নাম পরিচয় জানা যায়নি সন্ধ্যা পর্যন্ত। লাশটির অজ্ঞাতনামা (৬০) হিসেবে ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন বলেন, সকাল ৮টার দিকে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মের ওপর ওই ব্যক্তির লাশ পড়েছিল। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই লাশটি উদ্ধার করে। ওসি বলেন, তার পরনে ছিল সাদা ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি। মুখে ছিল লম্বা দাড়ি। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে