[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মৌলভীবাজারের কমলগঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের (৩৩) আন্তঃনগর পাহাড়িকা ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর সোয়া ১টার দিকে লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ২৯৬/৪ কিঃমিঃ স্থানে দুর্ঘটনাটি ঘটে।
মাগুর ছড়া খাঁসিয়া পুঞ্জির গেইটম্যান দুলাল ভূঁইয়া জানায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাগুরছড়া পুঞ্জি অতিক্রম করার পর ২৯৬/৪ কিঃমিঃ এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির দ্বি-খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে খাঁসি পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াংকে বিষয়টি জানান।
পরে খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দিলে বিকাল ৪টায় রেলওয়ে পুলিশ নিহতের লাশের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের দেহের উপরি অংশ অক্ষত থাকলেও কমর থেকে নিচের অংশ খণ্ডবিখণ্ড ছিল।