কমরেড ইসহাক কাজলের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২০,১১:০৪ পূর্বাহ্ণ
0
59

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা পার্টির লন্ডন শাখার সাবেক সম্পাদক, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সম্পাদক, চা শ্রমিকদের সংগঠক বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক, গবেষক ও সাংবাদিক কমরেড ইসহাক কাজলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ শোক বার্তায় তাঁরা বলেন, কমরেড ইসহাক কাজল ছিলেন পার্টি অন্তপ্রাণ একজন মানুষ। তিনি তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্ধর রক্ষা জাতীয় কমিটি লন্ডন শাখার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তাঁর এই তিরোধান সমাজতন্ত্রের সংগ্রামের একজন সহযোদ্ধাকে হারালো যা অপূরনীয় ক্ষতি। বিবৃতিতে তাঁরা কমরেড ইসহাক কাজলের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে