কন্যা শিশু দিবসে “প্রজেক্ট সাহসের” আত্মরক্ষার কৌশল শীর্ষক প্রশিক্ষণ ও আলোচনা সভা

বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩,৬:১৮ অপরাহ্ণ
0
91

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আন্তর্জাতিক কন্যা শিশু দিবসকে সামনে রেখে প্রজেক্ট সাহসের উদ্যোগে এবং রোটার‍্যাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটির সহোযোগিতায় খুলনা বিশ্বিবদ্যালয় স্কুলে আয়োজন করা হয় আত্মরক্ষার কৌশল শীর্ষক সেশন যেখানে ৩০ জন মেয়েকে আত্মরক্ষার কৌশল শেখানো হয় এবং নারী অধিকার নিয়ে আলোচনা করা হয়। প্রোগ্রামের শুভ সূচনা হয় খুলনা বিশ্বিবদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়ের আলোচনার মাধ্যমে। তার আলোচানায় তিনি নারীদের সবসময় মানুষ হিসেবে চিন্তা করতে বলেছেন। পাশাপাশি যারা নারীর প্রতি সহিংস আচরণ করে তাদের প্রতি ধিক্কার জানান এবং কেউ যদি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেক্ষেত্রে স্কুল প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহোযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রজেক্ট সাহস সম্পর্কে কথা বলেন প্রজেক্টের কো-ফাউন্ডার তানভীর হোসেন অপু। তিনি বলেন
সাম্প্রতিক সময়ে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। তাই নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতির আগ্রহ বেড়েছে নানা বয়সী নারীদের মাঝে। এরই প্রেক্ষাপটকে সামনে রেখে কয়েকজন উদ্যমী তরুণ গড়ে তুলেছে প্রজেক্ট সাহসের মতো প্লাটফর্ম যেখানে বিনামূল্যে আত্মরক্ষা কৌশল শেখানো এবং সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন যখন আমরা এটা শুরু করার চিন্তা করি তার পূর্বে বেশ কিছু সার্ভে এবং ইন্টারভিউয়ের কাজ পরিচালনা করি যেখানে কয়েকজন তরুণী তাদের উদ্বেগের বিষয়ে কথা বলেন। অপর্ণা সেন (ছদ্মনাম) নামে একজন স্কুল শিক্ষার্থি বলেন অনেক সময় ভাই-বোন, বাবা-মা সব জায়গায় আমাদের সাথে যেতে পারে না এজন্য নিজেদের রক্ষা করার জন্য তারা আত্মরক্ষা শেখার প্রয়োজনীয়তা অনুভব করেন কিন্তু সুনির্দিষ্ট তেমন কোন প্ল্যাটফর্ম তারা পায় না এবং যদিও পেয়ে থাকে সেখানে শেখার মত সামর্থ্য সবার থাকে না। এ বিষয়গুলো বিবেচনা করেই মূলত আমাদের পথচলা। মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও আমরা প্রশিক্ষণের আওতায় এনেছি। তারাও নানান সময়ে বিভিন্ন হ্যারাজমেন্ট যেমন চুরি, ছিনতাইয়ের কবলে পড়ে থাকে। আত্মরক্ষার প্রাথমিক জ্ঞান থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটর সভাপতি এবং ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর সহ রোটার‍্যাক্ট সদস্যরা এবং প্রজেক্ট সাহসের ভলেন্টিয়ারা। সার্বিকভাবে সহোযোগিতা করেন জান্নাতুল ফেরদৌস পুস্প যিনি প্রজেক্ট সাহসের আরেকজন কো-ফাউন্ডার।
প্রতি বছর ১১ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন হয়। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হলো সারা বিশ্বে মেয়েদের সবকিছুতে অংশগ্রহণ বাড়ানো, নারী অধিকার এবং নারীর ক্ষমতায়ন সম্পর্কে সচেতনা বৃদ্ধি করা। আধুনিক পৃথিবীতে বাংলাদেশ সহ অনেক দেশেই এখনও নারীদের অনেকরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
সেশনে স্কুল শিক্ষার্থীদের মধ্যে আত্মরক্ষার উপর প্রাথমিক বিষয় গুলো বিস্তারিত ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রোগ্রাম শেষে সবাই আরো বেশি আগ্রহী হয় এবং নিজেদেরকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে পরিচয় দিতে তাদের কোন সংশয় থাকবে না বলে তাদের বিশ্বাস।
সর্বোপোরি, প্রজেক্ট সাহসের মত প্লাটফর্ম গুলো নারীদের ক্ষমতায়ণ এবং শক্তিশালী করতে নীরবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস শ্রম একদিন স্বার্থক হবে যখন আমাদের মা-বোন, নারীরা স্ব-গর্বে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে