[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ’র মা শোভা রাণী দে (৮৩) আর নেই। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ’র ঘনিষ্ঠ সংগীতশিল্পী কিশোর দাস। কিশোর বলেন, তিনি (শোভা রাণী দে) অনেকদিন ধরে অসুস্থ ছিলেন।
গত এক মাস হাসপাতালে চিকিৎসা চলছিল জানিয়ে কিশোর দাস আরো বলেন, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে আমাদের সবাইকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। বিকেলে রাজধানীর পোস্তগোলা শ্মশানে শোভা রানী দে’র শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এর আগে ১৯৯৪ সালে কুমার বিশ্বজিৎ তার বাবা সাধন রঞ্জন দে’কে হারান।
২০১৮ সালে শোভা রাণী দে ইউনিভার্সাল হাসপাতাল কর্তৃক ‘গরবিনী মা’ সম্মাননা পেয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।