কক্সবাজারের চকরিয়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার

সোমবার, জুলাই ১, ২০১৯,৪:৫৫ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কক্সবাজারের চকরিয়ায় ইয়াছমিন আক্তার (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। তাই মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়ার স্বামী সাহাব উদ্দিনের বাড়ি থেকে তিন সন্তানের জননী ইয়াছমিনের লাশ উদ্ধার করা হয়। 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহ জানান, চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তরছপাড়ার মৃত ওসমান গণির ছেলে নুরুল হুদা থানায় খবর দেন যে তাঁর ছোট বোন ইয়াছমিন স্বামী সাহাব উদ্দিনের ঘরে মৃত্যুবরণ করেন। এর পর থানার ওসি মো. হাবিবুর রহমান এবং তাঁর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় কক্সবাজার মর্গে। 

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে তা কেউই বলতে পারছে না। তার গায়ে কোনো আঘাতেরও চিহ্ন নেই। তাই ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মারা যাওয়ার আসল কারণ। তবে এ নিয়ে থানায় আপাতত অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে