ওমিক্রনে আক্রান্ত দুজনই স্বাভাবিক আছেন : স্বাস্থ্যমন্ত্রী

শনিবার, ডিসেম্বর ১১, ২০২১,১১:০১ অপরাহ্ণ
0
11

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত বাংলাদেশি দুই নারী ক্রিকেটারের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে ওমিক্রন আক্রান্তদের শারীরিক অবস্থার তথ্যও জানান মন্ত্রী।

শনিবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘ওমিক্রনে আক্রান্ত দুজনই স্বাভাবিক আছেন। কারো কোনো ধরনের জটিল উপসর্গ নেই।’

তিনি বলেন, ‘আমরা কন্টাক্ট ট্রেসিং করছি, সবাইকে পরীক্ষার আওতায় এনেছি। যারা সঙ্গে ছিল বা সংস্পর্শে এসেছে, সবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই দুই নারী ক্রিকেটারকে আমরা কোয়ারেন্টিনে রেখেছি এবং তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার সেগুলো ব্যবস্থা করা হয়েছে, মাঝে মাঝেই তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। আক্রান্তদের পুরোপুরি সেরে উঠতে হয়তো কিছু দিন সময় লাগবে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে