ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ পেলেন নাজমুল ইসলাম

বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২,২:০৭ অপরাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সুইডেনে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত নাজমুল ইসলামকে ওমানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নাজমুল ইসলাম ১৫তম বিসিএস ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনীতিক ক্যারিয়ার শুরু করেন। তিনি জেদ্দা, বেইজিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে