[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত রবিবার ওমানে ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে তিন বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা হলেন শামসুল ইসলাম (৫৫), জিলাল হোসেন (৪৫) ও আমজাদ হোসেন হৃদয় (২৮)। তাদের বাড়ি লক্ষীপুরে। গত মঙ্গলবার এবং বুধবার ওমানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওই তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে। ঘূর্ণিঝড়ের পর থেকে তারা নিখোঁজ ছিলেন।
নিহত আমজাদ হোসেন ওমানের রাজধানী মাস্কটের উপকূলীয় সাহাম শহরের একটি খেজুর বাগানে কর্মরত ছিলেন। গত বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নিহত অপর দুই বাংলাদেশিও ঘূর্ণিঝড়ের আঘাতের পর থেকে নিখোঁজ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি প্রকাশ করে নিখোঁজ থাকার তথ্য জানানো হয়। পরে ওমানের উদ্ধারকারী দলের সদস্যরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় তলস্নাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।