[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে টোকিও ত্যাগ করলেন জাপানে চার দিনের সরকারি সফর শেষে ।
জানা গেছে, আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-১৫১২) টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা প্রধানমন্ত্রীকে বিদায় জানান ।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৫টা ২৫ মিনিটে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে । সেখান থেকে প্রধানমন্ত্রী মক্কা যাবেন ওআইসি সম্মেলনে যোগ দিতে ।
উল্লেখ্য, গত ২৮ মে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন ত্রিদেশীয় সফরের উদ্দেশে । আগামী ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।