[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্টের অভ্যন্তরীণ বিবাদের সমালোচনা করে বলেছেন, ঐক্যফ্রন্টে ঐক্য নেই, এটি আমরা চাইনি।
আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথসভা শেষে।
তিনি আরো বলেন, ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করুক এটিই আওয়ামী লীগ চায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের জন্য বিরোধী দল থাকা অপরিহার্য। আমরা চাই শক্তিশালী বিরোধী দল থাকুক। এরা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিক। এটি গণতন্ত্রের সৌন্দর্য।
ওবায়দুল কাদের বলেন, আজ আমাদের দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। সেই সঙ্গে পার্লামেন্টের বাজেট অধিবেশনও শুরু হচ্ছে আজ। তাই নেত্রীর কারামুক্তি দিবসে আমরা বিশেষ কর্মসূচি রাখছি না। দলের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে ফুলের শুভেচ্ছা জানাবেন।