[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায় দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। অযোগ্য ও দুর্নীতিগ্রস্থ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।’
সোমবার (২১ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে।
বিএনপির অভ্যন্তরীন গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্র খেয়ে ফেলেছে। তারপরও দলটি বিএনপির অভ্যন্তরীন গণতন্ত্র নিয়ে কথা বলছে। এটা তাদের মুখে মানায় না।’