[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সাউথ এশিয়ান (এসএ) গেমসে আর্চারিতে ১০টি সোনার পদক পেল বাংলাদেশ। আর সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের হলো ১৮টি স্বর্ণপদক।
এসএ গেমসের ১৩তম আসরের নবম দিনে আজ সোমবার আর্চারির ১০টি ইভেন্টের সবকটিইতেই অংশ নিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে সকালে সর্বশেষ পুরুষ রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেন রুমান সানা। এর আগে একই দিনে আর্চারিতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সুমা বিশ্বাসের পর পুরুষ কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন মো: সোহেল রানা। এছাড়া দিনের শুরুতেই আর্চারিতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন সুমা বিশ্বাস। পরে আর্চারির নারী রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন ইতি খাতুন।
উল্লেখ্য, দেশের বাইরে এসএ গেমসে আর্চারিতে বাংলাদেশের এটাই সেরা সাফল্য। এর আগে ১৯৯৫ মাদ্রাজ গেমসে আর্চারিতে ৭টি স্বর্ণপদক ছিল।