এরশাদের আসনের জন্য মনোনয়ন কিনেছেন তার ভাগ্নি মেহেজেবুন নেছা টুম্পা

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯,৭:০২ পূর্বাহ্ণ
0
149

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের আসনের জন্য তার ভাগ্নি মেহেজেবুন নেছা টুম্পা মনোনয়ন ফরম কিনেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য। জাতীয় পার্টির বনানীর কার্যালয় থেকে মেহেজেবুনের বড় ভাই ও দলের সাংসদ আজিজুর রহমান বোনের পক্ষে ফরম সংগ্রহ করেন বুধবার (২৮ আগস্ট) বিকালে।

গত সংসদে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন এরশাদের বোন মেরিনা। মেরিনা রহমানের মেয়ে মেহেজেবুন নেছা। মেহেজেবুনের বাবা আসাদুর রহমানও সংসদ সদস্য ছিলেন।এ পর্যন্ত তিনটি ফরম বিক্রি হয়েছে এরশাদের ওই আসনের জন্য। জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ফখর উজ জামান জাহাঙ্গীর ও এস এম ইয়াসির অন্য দু’টি ফরম নিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে