[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ১০ বছরে নয়বারই ক্রিকেটের মতো ফুটবলে ফিফটি হাঁকিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। শুধুমাত্র হয়নি ২০১৩ সালে। তবে সেবার না পারলেও চলতি বছরে আলাভেজের বিপক্ষে বার্সেলোনার জেতা ম্যাচে ব্যক্তিগত গোলসংখ্যা অর্ধশতক পূর্ণ করলেন মেসি। ওই বছর তিনি করেছিলেন ৪৫টি গোল।
জানা গেছে, গতকাল শনিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আলাভেজের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে মেসির বার্সেলোনা। এই ম্যাচের ৬৯ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে ছয় ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। আর এর মধ্য দিয়ে ২০১৯ সালে আরো একবার ৫০টি গোল করার কীর্তি গড়েন এই আর্জেন্টাইন জাদুকর। এ ম্যাচে নামার আগে তার গোলসংখ্যা ছিল ৪৯টি।
গত ১০ বছরে মেসির গোলসংখ্যা
২০১০ – ৬০ গোল
২০১১ – ৫৯ গোল
২০১২ – ৯১ গোল
২০১৩ – ৪৫ গোল
২০১৪ – ৫৮ গোল
২০১৫ – ৫২ গোল
২০১৬ – ৫৯ গোল
২০১৭ – ৫৪ গোল
২০১৮ – ৫১ গোল
২০১৯ – ৫০ গোল