[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এ এইচ মিল্টন : আজ শুক্রবার ৫ আগস্ট আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ ডিস্ট্রিক্ট-২ অর্ন্তগত এপেক্স ক্লাব অব ঢাকা মেট্রোপলিটন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
ন্যাশনাল প্রেসিডেন্ট এর থীম বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গনে ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাইফুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান সুজিত কুমার সাহা সুব্রত ও ডিস্ট্রিক্ট গভর্নর-২ এপেক্সিয়ান পার্থ সারথী ভৌমিক।

সকালে দনিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের পরে আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল, মাতুয়াইল আলফ্রেড মাদ্রাসা, শ্যামপুর স্কুল, জুরাইন বনগ্রাম স্কুল, শেখদি স্কুল ও মান্নান স্কুল এন্ড কলেজ এলাকায় ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
মানব সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাব প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, মানবতার কল্যাণে সেবা, সুনাগরিকত্ব ও সৌহার্দ্য এই তিন আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে এপেক্স ক্লাবস বাংলাদেশ। এপেক্স আন্দোলনকে এগিয়ে নিতে আমরা এভাবে নিরলস কাজ করে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান খুরশীদ আলম অরুণ, ন্যাশনাল ট্রেজারার এপেক্সিয়ান মাহবুবুর রহমান বিদ্যুৎ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি-২ এপেক্সিয়ান এএসএম নাফিস খাঁন, এপেক্স ক্লাব অফ ঢাকা মিডটাউন এর ফ্লোর মেম্বার এপেক্সিয়ান ফরহাদ হোসেন সুজন, এপেক্স ক্লাব অফ ঢাকা মেট্রোপলিটন এর সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান বাদশা ফাহাদ আকাশ, কোষাধ্যক্ষ আবদুল হান্নান মিলটনসহ অন্যান্য এপেক্সিয়ান ও দনিয়া কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এপেক্স ক্লাব একটি আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন। এই ক্লাবটি সার্ভিস, সিটিজেনশিপ এবং ফেলোশিপ নিয়ে কাজ করে। সমাজের বিভিন্ন শ্রেণির কম ভাগ্যবান লোকদের মাঝে সহযোগিীতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে এই সংগঠনটি এবং এর সদস্যগণ বিগত ৬০ বছর ধরে কাজ করে আাসছে।