এনআরসি অসাম্প্রদায়িক আন্তধর্মীয় ভ্রাতৃত্ববোধের অন্তরায়

শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২০,৬:৩০ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এক বিবৃতিতে বলেন, আমারা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ভারতের বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই উগ্রধর্মীয় জাতীয়তাবাদী রাজনীতির ধ্বজা উড়িয়ে চলেছে এবং এনআরসি প্রবর্তনের মধ্যদিয়ে ভারতের শান্তিকামী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তারই পরিনতিতে একটি বিশেষ ধর্মান্ধগোষ্ঠি দিল্লিতে দাঙ্গা সৃষ্টির প্রয়াস চালিয়েছে। ইতোমধ্যেই ৩৭জন মানুষের মৃত্যুসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। উপাসনালয়েও হামলা ঘটেছে। যা কোন সুস্থ শান্তিকামী বিবেগবান মানুষের কাম্য হতে পারে না। এনআরসি ভারতের রাজনীতির অভ্যন্তরিন বিষয় হলেও দিল্লিতে সৃষ্ঠ দাঙ্গা পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বিরূপ প্রভাব ফেলবে। আমরা এ দেশের যুব সমাজ উগ্র ধর্মান্ধতা, সম্প্রদায়িকতা ও সন্ত্রাস নির্মূলে দক্ষিণ এশিয়ার যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং অবিলম্বে ভারতীয় অসাম্প্রদায়িক আন্তধর্মীয় ভ্রাতৃত্ববোধের সকল গণতন্ত্রকামী জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতে শান্তি প্রতিষ্ঠা করবেন সেই আহ্বান রাখছি এবং ভারতের জনগণের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সংহতি জানাচ্ছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে