[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ রবিবার আনুষ্ঠানিকভাবে সীমিত আকারে টানা এক মাসের ছুটির পর খুললো সচিবালয়। এর আগে ১৮টি মন্ত্রণালয় খোলার অফিস আদেশ জারি করা হলেও পরে সেটি বাতিল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে আজ থেকে জরুরি প্রয়োজন এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দেশের সকল মন্ত্রণালয় ও অন্যান্য অফিস খোলা রাখতে।
মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ খোলা থাকবে।’ সরকারে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ আছে। এর মধ্যে কতটি খুলবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, জরুরি প্রয়োজনের সঙ্গে যুক্ত সকল অফিস- অর্থাৎ সেটা মন্ত্রণালয় থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অফিসও অন্তর্ভূক্ত।
এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন কালের কণ্ঠকে বলেন, আঠারটি মন্ত্রণালয় খোলার বিষয়ে অফিস আদেশ জারি করার পর এসব মন্ত্রণালয়ের বাইরে থাকা অনেক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তারাও সীমিত আকারে অফিস করছেন। তখন ওই আদেশ বাতিল করা হয়েছে।
সচিব জানান, এখন জরুরি কাজের সঙ্গে যুক্ত অফিস খোলা রাখার বিষয়ে সব মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাই এ বিষয়ে আলাদা কোনো অফিস আদেশের প্রয়োজন নেই। গত ২৩ এপ্রিল জারি করা ছুটি বর্ধিতকরণের প্রজ্ঞাপনেই তা উল্লেখ আছে।