একুশ আমার অহংকার

মঙ্গলবার, মে ১৪, ২০১৯,১০:৪১ পূর্বাহ্ণ
0
197

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শুনেছি আমার মায়ের মুখে, শুনেছি বাবার মুখে

বাংলার স্বাধীনতার সেই নির্মম ইতিহাস।

হে বঙ্গবন্ধু সিংহ মানব বাঙালি জাতির পিতা

তোমার বজ্রকন্ঠি শ্লোগানে

বাংলা মায়ের লক্ষ লক্ষ বীর সন্তানের বুকে জাগিয়েছো আবার

নতুন করে চিরন্তর সেই মুক্তির জানালাকে।

অধিকার অর্জনের জন্য দিতে পারে বাঙালি

বুকের তাজা রক্ত, দিতে পারে তারা প্রাণ।

বোকা ঐ পাকিস্তানি হায়েনারা ভুলে গিয়েছিলো

বায়ান্নোর সেই একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের কথা।

১৪৪ ধারা-কারফিউ উপেক্ষা করে

হিংস্র হায়েনাদের রাজপথে পাতা কামান-বুলেট

সেলের সামনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে

রফিক, সফিক, সালাম, বরকত, জব্বার

আরো কত নাম না জানা

বাংলা মায়ের সন্তানেরা।

আমার মায়ের মুখের ভাষার অধিকার

এনেছে ছিনিয়া।

তাইতো আজ সারাবিশ্বে পালন করে

আমার মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি দিবস।

একুশে ফেব্রুয়ারি আমার মায়ের ভাষার অহংকার

আর স্বাধীনতা আমার অস্তিত্ত্ব।


লেখকঃ কবি সেলিনা আক্তার 
বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে