একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে বাধ্যতামূলক করা হয়েছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র

সোমবার, মে ১৩, ২০১৯,৫:৪৭ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রতারণা বন্ধে প্রথমবারের মতো একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে বাধ্যতামূলক করা হয়েছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার । কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এরপরও যদি কেউ প্রতারণা করে । গতকাল রবিবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম উদ্বোধন করে এ কথা বলেছেন।

গতকাল দুপুর ১২টায় শিক্ষা-উপমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন । এর পর থেকেই শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনে এসএমএস পাঠানোর মাধ্যমে ভর্তির আবেদন করতে পারছে। পঞ্চমবারের মতো অনলাইনে সমন্বিত ভর্তি কার্যক্রম চলছে একাদশ শ্রেণিতে ।

এবার ভর্তি আবেদন করতে পারছে ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে যারা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে । তবে সংরক্ষিত থাকবে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য। আগামী ২৩ মে পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা । এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের চার হাজার ৬০০ কলেজে প্রায় ২১ লাখ আসন রয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে