[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
২৫ এপ্রিলের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়নের কোন উদ্যোগ না নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন। আজ এক বিবৃতিতে তিনি বলেন, পাটকল শ্রমিকরা তাদের বকেয়া সপ্তাহ পাওনা সহ ৯ দফা দাবিতে খুলনার পাটকল শ্রমিকসহ চট্টগ্রাম, রাজশাহী, নরসিংদী ও ঢাকার বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা রাস্তায় আন্দোলনে নামেন। দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এর প্রেক্ষিতে পাটকল কর্পোরেশন গত ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া সপ্তাহ পরিশোধ এবং মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নের অঙ্গিকার করে। ইতিমধ্যে বকেয়া সপ্তাহের পরিমাণ বেড়ে ১২ সপ্তাহে উন্নীত হয়েছে। কিন্তু কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় গত ১ রমজান থেকে পাটকল শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় অবস্থান করছে এবং সড়কেই ইফতার করছে। কিন্তু এর প্রতিকারের কোন উদ্যোগ নেই। বিবৃতিতে কমরেড মেনন বলেন, পাটকল শ্রমিকদের ৯ দফা দাবির কোনো সুরাহা না করে পাটকল কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের খেয়াল খুশীমত মিল চালাচ্ছে। তাদের একগুয়েমীর কারণে ধ্বংসের পথে ঐতিহ্যবাহী পাট ও পাট শিল্প। বিবৃতিতে তিনি, পাট ও পাট শিল্পের হৃত গৌরব ফিরিয়ে আনতে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। বিবৃতিতে তিনি পাটকল শ্রমিকদের নয় দফা মেনে নিয়ে শিল্পের অসন্তোষ দূরীকরণে সরকারের প্রতি আহ্বান জানান।