[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নিজেদের গর্জনটা বেশ জোরেশোরেই বিশ্বকে শুনিয়েছে টাইগাররা বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়লাভ করে । তবে পরের দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে গিয়েছে টিম টাইগার্স। তবে এই বিশ্বকাপে বাংলাদেশ নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ, এবার প্রত্যেক দলই তাদের সমীহ করে খেলতে নামবে বলে দাবি করছেন শ্রীলঙ্কান ব্যাটিং কোচ জন লুইস ।
আজ বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে। সংবাদ সম্মেলনে এর আগের দিন লুইস জানান, বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের জন্যই তাদের নিয়ে ভাবতে হচ্ছে। এছাড়াও টিম টাইগার্স সাম্প্রতিক সময়ে দারুন ছন্দে আছে ।
বাংলাদেশকে নিয়ে প্রশ্নের উত্তরে লুইস জানান, “কোনো সন্দেহ নেই, বাংলাদেশ খুব ভালো একটি দল। সূচির দিক থেকে ওদের বিশ্বকাপের শুরুটা বেশ কঠিন হয়েছে। কয়েকটি কঠিন প্রতিপক্ষ ছিল। তবে অবশ্যই ওরা ভালো কিছু পারফরম্যান্স করতে পেরেছে, এমনকি যেগুলো তারা জিততে পারেনি সেসব ম্যাচেও পরফরম্যান্স ছিল চোখে পড়ার মত। তারা ভালো পারফরম্যান্স করেছে, যা প্রমাণ করে যে, ওরা সবার জন্যই কঠিন প্রতিপক্ষ। এটা আমরা সবাই জানি।”
বাংলাদেশ বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের কাছে পরের দুই ম্যাচে হারে । অন্যদিকে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে জেতে। পাকিস্তানের বিপক্ষে ব্রিস্টলেই লঙ্কানদের তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় । আজ তাই জয়ের জন্য মুখিয়ে থাকবে দুই দলই , পরিষ্কার ফেভারিট ধরা যাচ্ছেনা তাতে কাউকেই। তবে এটা অবধারিত যে আজ বৃষ্টি বিরাট ভূমিকা রাখবে খেলায়।