উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাত্রদলের মনোনয়ন ফরম জমা দিয়েছে সভাপতি-সম্পাদক পদ প্রত্যাশী ৭৫ জন

বুধবার, আগস্ট ২১, ২০১৯,১১:৫৩ পূর্বাহ্ণ
0
56

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দলের মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নেতারা। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে মনোনয়ন ফরম জমা দেন তারা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট দুই দিন ১১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে। তবে মোট ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৭ জন সভাপতি এবং ৪৮ জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী এরমধ্যে।

দাখিলের শেষ দিন হওয়ায় মঙ্গলবার বিকাল তিনটার মধ্যেই মনোনয়ন জমা দেন প্রার্থীরা। এদিক সকাল থেকে উত্সবমুখর ছিল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে