ট্রেনের ছাদ থেকে পড়ে নদীতে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

শনিবার, জুলাই ২০, ২০১৯,৬:৫০ পূর্বাহ্ণ
0
48

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ব্রীজের ছাদের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে নদীতে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ।  শুক্রবার দুপুরে উল্লাপাড়ার করতোয়া নদীর সোনতলা পয়েন্ট থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে নিখোঁজের তিনদিন পর। 

এদিকে পাওয়া যায়নি নিহতের পরিচয় । তবে পঁচিশ বছর তার আনুমানিক বয়স । যুবকটির পরনে রয়েছে কালো রঙের টিশার্ট ও জিন্স প্যান্ট ।

উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান, বুধবার উল্লাপাড়ার ঘাটিনা সেতুর উপর ঈশ্বরদী থেকে ঢাকাগামী লোকাল ট্রেনের ছাদে থাকা যুবকটির ব্রীজের ছাদের সাথে ধাক্কা লাগলে সে নিখোঁজ হয় নদীতে পড়ে । ওই দিন ডুবুরি দল চেষ্টা করেও খোঁজ পায়নি তার । এদিকে শুক্রবার দুপুরে লাশ ভেসে উঠলে উদ্ধারের পর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে