[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। সরকার দেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। সরকারের নিরন্তর প্রয়াসের ফলে সমগ্র বাংলাদেশ ইতোমধ্যে একটি উন্নত যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে এসেছে।
প্রতিমন্ত্রী গতকাল সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাটে দিঘপাইত-সরিষাবাড়ি- তারাকান্দি হয়ে টাঙ্গাইলের ভুয়াপুর পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ৩৭৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এ কাজ শেষ হলে উত্তরবঙ্গের সাথে জামালপুরের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
এ সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।