উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

রবিবার, জানুয়ারি ১৯, ২০২০,৮:৫৯ পূর্বাহ্ণ
0
10

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সরিয়ে দেয়া হয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’কে। রি ইয়ং-হো’কে সরিয়ে দেয়া হলেও তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উত্তর কোরিয়ার নয়া পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে বলেও জানিয়েছে তারা। রি ইয়ং-হো উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন ২০১৬ সাল থেকে। গত দুই বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার যে তিন দফা প্রদর্শনীমূলক সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে ইয়ং-হো তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার এনকে নিউজ জানায়, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে দেশটির ‘কমিটি ফর দ্যা পিসফুল রিইউনিফিকেশন’র সাবেক সভাপতি রি সং গোয়ান’কে নয়া। ২০১৮ সালের গোড়ার দিকে রি সিং গোয়ান দুই কোরিয়ার মধ্যকার শীর্ষ সম্মেলনে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে