উত্তরায় ক্রেন দুর্ঘটনায় শিশুসহ নিহত পাঁচজন

সোমবার, আগস্ট ১৫, ২০২২,১১:৩৫ অপরাহ্ণ
0
58

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন রাজধানীর উত্তরায় জসীমউদ্দীন এলাকার ঢাকা-ময়মনসিংহ রোডে আড়ং শোরুমের সামনে বিআরটির একটি গার্ডার পড়ে। এতে আরো অন্তত দুজন আহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। সোমবার বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮।  

ঘটনাস্থলে গাড়ির মধ্যেই নিহতরা হলেন মো. রুবেল (৫০), ফাহিমা (৪০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহতরা হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

পুলিশ জানায়, বিকেলের দিকে গার্ডারটি ভেঙে একটি প্রাইভেট কারের ওপর পড়ে। গাড়ির মধ্য থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনাস্থল থেকে এসব তথ্য জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই, উত্তরা-পূর্ব জোন) মো. পান্নু মিয়া।

নিহতদের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম বলেন, ‘মূলত এটি একটি মেকানিক্যাল ফল্ট। গার্ডারটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় ক্রেন একদিকে কাত হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। কাজ করার সময় ক্রেন ফেইল করেছে। ’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে