উত্তরায় অজ্ঞাত ১ ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯,৫:৪০ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর উত্তরায় দুই বাড়ির মাঝের স্থান থেকে পুলিশ উদ্ধার করেছে  অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ।

গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ । মৃতদেহের দু’টি পা ভাঙা পাওয়া গেছে। এখনো জানা যায়নি নিহতের নাম ঠিকানা ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা । তিনি জানান, উত্তরার ৫ নম্বর সেক্টরের ১ নম্বর রোড এলাকার দুটি বাড়ির মাঝের সরু জায়গা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা কয়েক দিন আগে অজ্ঞাত ওই ব্যক্তি উপর থেকে পড়ে গিয়ে নিহত হয়ে থাকতে পারেন।

পুলিশ জানিয়েছে নিহতের বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে ।

মরদেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে