উড্ডয়নের কিছুক্ষণ পরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি বিমান অবতরণ

সোমবার, জুন ৩, ২০১৯,৮:৪০ পূর্বাহ্ণ
0
140

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে রাজধানীর হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে । প্রাথমিকভাবে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করে । তবে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ সোমবার সকাল বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট ৯ টা ২৫ মিনিটে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী উড্ডয়নের কিছুক্ষণ পরেই গন্তব্য পাল্টে ফিরে এসে জরুরি অবতরণ করে।

ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় বিমানবন্দরে জরুরি অবতরণের কারণে দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা করতে । ফায়ার সার্ভিস প্রস্তুতসহ, বিমানবন্দর রানওয়ে খালি করে রাখা হয় এ সময় ।

উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণের অনুমতি চায় বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের ফ্লাইটটি । এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম অনুমতি দিলে অবতরণ করে ফ্লাইটটি।

প্রায় ২৫ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ ছিলো সকাল ৯টা ২৫ মিনিটে বিমানটি অবতরণ করার পর ।  কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরে গেছে এ কারণে। তবে ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের রানওয়ে খুলে দেওয়া হয় প্লেন ওঠা-নামার জন্য ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে