উচ্চতা নিয়ে মন্তব্য করায় চটে গেলেন নেহা কক্কর

সোমবার, ডিসেম্বর ৯, ২০১৯,৯:৩০ পূর্বাহ্ণ
0
108

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কমেডিয়ান কিকু এবং গৌরবের নেহা কক্করের উচ্চতা নিয়ে মন্তব্যে দারুণ চটে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন তিনি (নেহা কক্কর)। যার কারণে নেহার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন গৌরব।

সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে ভারতের জনপ্রিয় শিল্পী নেহা কক্করের উচ্চতা নিয়ে মজা,মশকরা করেন কমেশিয়ান কিকু শারদা এবং গৌরব গেরা। যা এক প্রকার বডি শেমিং এর পর্যায় পড়ে। আর এ নিয়েই চটেছেন নেহা। উচিত জবাবও দিয়েছেন তিনি।

নিজেকে ‘অপরাধী’ বলে কমেডিয়ান ‘চুটকি’ ওরফে গৌরব গেরা জানিয়েছেন যে নেহা কষ্ট পান, এমন কোনও উদ্দেশ্যই ছিল না তাঁদের। এপ্রসঙ্গে গৌরব ক্ষমা চেয়ে বলেন, ‘আমি কখনওই নেহাকে আঘাত করতে চাইনি। আমি নিজেও ওর ভক্ত। নেহা রকস্টার। আমার নিজের উচ্চতাও কম, এমনকিছু আহামরি নয়। আমি সেভাবে বলতে চাইনি ওকে। আমার কোনও যোগ্যতাই নেই নেহা সম্পর্কে খারাপ মন্তব্য করার।’

সূত্র: ইন্ডিয়া টুডে

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে