[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রত্মাপালং ইউনিয়নে পূর্ব রত্নাপালং গ্রামে নিজেদের ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।নিহতরা হলেন-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, সখী বড়ুয়ার পুত্রবধূ মিলা বড়ুয়া, দুই নাতনি রবিন ও সনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, ছেলে রুখেন বড়ুয়া কুয়েত প্রবাসী। তাই বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। সখী বড়ুয়া ছেলের বউ আর নাতি-নাতনিকে নিয়ে বাড়িতে থাকতেন। গভীর রাতে উপজেলায় পূর্ব রত্নাপালং এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের গলা কেটে হত্যা করে।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে চারটি লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পরিকল্পিত।