[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রতিশ্রুতি মডেল হাই স্কুলে এক মনোজ্ঞ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী প্রতিশ্রুতি মডেল হাই স্কুল প্রাঙ্গণে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম রাজু ও ফারজানা আক্তার তৃনার যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিশ্রুতি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শোয়েব মোহাম্মদ রুপু।
প্রতিশ্রুতি মডেল হাই স্কুলের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রতিশ্রুতি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি জনাব মাহাবুবুল হাসান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন, আলমগীর কবির, অধ্যক্ষ ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহিনুর ইসলাম, ব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক মাইজবাগ শাখা, মোস্তাফিজুর রহমান সেলিম, উপাধ্যক্ষ ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ, আকরাম হোসেন মনোয়ার প্রমূখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও ২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেওয়া হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।