ঈদে থাক‌ছে না কোনো বাড়‌তি আ‌য়োজন : রেলপথ মন্ত্রী

বুধবার, জুলাই ২২, ২০২০,৫:৪৫ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রেলপথ মন্ত্রী ‌মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, ঈদ উপল‌ক্ষে রেলও‌য়ের আলাদা কোন আ‌য়োজন নেই। ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোন বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে’।

         গতকাল সকা‌লে কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষ‌রোপণ কর্মসূচীর উদ্বোধনশে‌ষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।

          এ সময় মন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। সরকার ঈদ উপল‌ক্ষে মানু‌ষের গ্রা‌মের বাড়ী যাওয়া‌কে নিরুৎসা‌হিত কর‌ছে। কা‌জেই আমরা ট্রেন বাড়া‌বো না। রেলপথ মন্ত্রী ক‌রোনা সংকট থে‌কে নি‌জে‌দের রক্ষার জন্য যে যেখা‌নে আ‌ছে সেখা‌নে থাকার আহ্বান জানান।

          এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.শামসুজ্জামানসহ রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে