ঈদকে ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: বেনজীর আহমেদ

রবিবার, জুন ২, ২০১৯,৪:৪০ অপরাহ্ণ
0
53

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঈদকে ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ । তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে রাজধানী ঢাকা ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ বড় ঈদ জামাতে ।
র‌্যাব সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে নাশকতা সৃষ্টিকারীদের মোকাবেলায় ।

এসব কথা বলেন রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে আজ রবিবার ঈদ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ।

র‌্যাব ডিজি বলেন, জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে । আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স ও অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে সমন্বয় করে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

বেনজীর আহমেদ বলেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকে এ পর্যন্ত ৫১২ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‌্যাব। তবে আদালত থেকে এখন পর্যন্ত ৩০০ জঙ্গি জামিনে রয়েছে এবং তাদের অধিকাংশ জঙ্গি এখনো পর্যন্ত পলাতক আছে।

জঙ্গি আসামিদের পক্ষে আইনজীবীদের আইনি লড়াই না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, চুরি-ডাকাতি, ছিনতাই, খুন-ধর্ষণসহ ৮ থেকে ১০টি অপরাধের সঙ্গে জঙ্গি আসামিকে এক করলে হবে না।

বেনজীর আহমেদ বলেন , জঙ্গিদের কাছ থেকে আইনজীবীসহ কেউ মুক্ত নয় । যারা জঙ্গিদের জামিনের জন্য লড়ছেন, তারা কিন্তু হামলার শিকার হতে পারেন। জঙ্গি আসামির জামিনের জন্য লড়া ঠিক নয়। জঙ্গিরা আইনজীবীদের ওপরও হামলা চালিয়েছিল। জঙ্গিরা আদালতেও হামলা করেছে, কেউ তাদের আওতার বাইরে নয়।

র‌্যাব মহাপরিচালক দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জামিনে পলাতক থাকা জঙ্গিরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তবে সবাইকে আশ্বস্ত করতে চাই, তারা বেশিদিন এ তৎপরতা চালাতে পারবে না।

র‌্যাব মহাপরিচালক বলেন, রমজানের শুরু থেকেই দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। ঈদ উপলক্ষে শান্তিপূর্ণভাবে যাতায়াত নিশ্চিত করতে র‌্যাব তৎপর রয়েছে।

ডিজি র‌্যাব বলেন, ১৫টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে । ৪২টি স্থানে র‌্যাবের নজরদারি রয়েছে সড়কে যানজট এবং দুর্ঘটনাপ্রবন এলাকা চিহ্নিত করে দেশজুড়ে । তবে এবার সড়ক এবং নৌপথে ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে।

২৪ ঘণ্টা সড়ক-নৌ এবং রেলপথে নজরদারি রয়েছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ঘরমুখো মানুষের ঈদের যাত্রা এখনও স্বস্তিদায়ক রয়েছে, আশা করছি ফেরার যাত্রাও স্বস্তিদায়ক হবে। আমরা চাই না, সড়কে কোনো প্রাণহানি ঘটুক।

এ সময় উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মূখপাত্র কমান্ডার মূফতি মাহমুদ খান, উপ পরিচালক (মিডিয়া) মেজর হুসাইন রইসুল আযম মনি, র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল সারোয়ার বিন কাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে