ইস্তাম্বুলে নতুন মসজিদ উদ্বোধন করলেন প্রেসিডেন্ট এরদোয়ান

শনিবার, মে ২৯, ২০২১,১১:৫৮ পূর্বাহ্ণ
0
51

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে নতুন একটি মসজিদের উদ্বোধন করেছেন। গতকাল শুক্রবার মসজিদটি উদ্বোধন করেছেন তিনি।

এর আগে প্রায় ১০ বছর আগে সেখানে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোয়ান। এতদিন পর সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করলেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, তাকসিম মসজিদ এবং ৩০ মিটার উঁচু গম্বুজ সম্বলিত স্থাপনাটিকে মুস্তফা কামাল আতাতুর্কের তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।

মসজিদ উদ্বোধনের পর কয়েক হাজার মুসল্লির সঙ্গে গতকাল জুমার নামাজ পড়েন এরদোয়ান। এরপর সেখানে তিনি বলেন, মসজিদটি নির্মাণের মধ্য দিয়ে তুরস্কের একটি স্বপ্ন পূরণ হলো।

তিনি আরো বলেন, চার বছর আগে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ার আগে নামাজ আদায়ের একটি কক্ষও এখানে ছিল না। সংবাদপত্র বিছিয়ে মুসল্লিরা নামাজ পড়তেন।

সূত্র: রয়টার্স।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে