ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

বুধবার, মে ১২, ২০২১,১১:৩৩ অপরাহ্ণ
0
56

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায়। সর্বশেষ হামলায় ১৩তলা গাজা টাওয়ার গুঁড়িয়ে গিয়েছে।

এদিকে হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে অন্তত ১৩০টি রকেট হামলা চালানো হয়েছে। পাল্টাপাল্টি আক্রমণে সোমবার থেকে এখন পর্যন্ত ৫৩ জন ফিলিস্তিনি নাগরিক ও ছয়জন ইসরায়েলি নিহত হয়েছে। হামলার আশঙ্কায় আগে থেকেই অনেক মানুষ নিরাপদস্থলে সরে গিয়েছিল। 

সোমবারের হামলা ছাড়াও রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। গত কয়েকদিনের ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকে ২০১৭ সালের পর সবচেয়ে তীব্র বলা হচ্ছে।

সূত্র: বিবিসি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে