[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন একটি তেলখনির সন্ধান মিলেছে বলে জানা গেছে। চলতি বছর শেষ হওয়ার আগেই ইরানের জাতীয় তেল কোম্পানি বা এনওআইসি ফার্সিনতুন ওই তেলক্ষেত্রের কথা ঘোষণা দেবে। আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে।
গত মাসে ইরানের জাতীয় তেল কোম্পানি নামাভারনে একটি বিশাল তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিল। এরপরই নতুন এই তেলক্ষেত্রটির সন্ধান পেয়েছে তারা। মঙ্গলবার এনওআইসি’র অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা এবং প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজেস্তন প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে যা নামাভারন তেলক্ষেত্রের সমান।
এদিকে, গতমাসে পাওয়া নামাভারন তেলক্ষেত্রে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছে ইরান। যা দেশটির দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র। ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত, সেখানে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেল রয়েছে।