ইরানের ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫, আহত ৯২

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯,৫:৫৪ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৯২ জন আহত হয়েছে। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, ট্রেনটিতে যাত্রী ছিলেন ২৫০ জন। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহর থেকে ট্রেনটি রাজধানী তেহরানে যাচ্ছিল। জাহেদান শহর থেকে রাজধানী তেহরানের দূরত্ব ১,৫০০ কিলোমিটার। তিন নারী এবং এক পুরুষের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ইরানের রেলওয়ে প্রতিষ্ঠান।

সিস্তান-বালুচিস্তান শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানান, ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, শুরু এলাকার বালুময় রেল লাইনের উপর দিয়ে ট্রেনটি যাওয়ার সময় একটি ওয়াগন ছিটকে যায়। ওই এলাকায় প্রায়ই মরুঝড় হয় এবং বালিতে রেললাইন ঢেকে যায়।

সূত্র : পার্সটুডে

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে