[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর যাত্রাবাড়ীতে বাবার সামনে ইমন নামে এক কিশোরকে (১৭) হত্যার করা হয়েছিল। এই হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার হয়েছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে খুনের হোতা রাজু বেপারীকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-১০-এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জে অভিযান পরিচালনা করেন।
গত ২৫ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পাগলা মেডিক্যাল সড়কে কয়েকজন ইমনকে হত্যার উদ্দেশে হামলা চালায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিনই হত্যা মামলায় তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে তারা ১৬৪ ধারায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালতের নির্দেশে জবানবন্দি রেকর্ড করে তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
এ সম্পর্কে র্যাব-১০-এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, ‘রাজু বেপারী ঘটনার মূল পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।’