[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান। আগামী ৩ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ দায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে তিনি বিভাগের সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. আশরাফুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
এসময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. সুলাইমান, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. ইয়াকুব আলী, ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতির মেয়াদকাল উত্তীর্ণ হয়।
পরে একইদিন থেকে বিভাগের প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানকে সভাপতি হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।