[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস) আনুষ্ঠানিক ভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ‘কেন্দ্রীয় স্মৃতিসৌধ’ ও ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে ফুল দেয়ার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ড. মেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন। এছাড়াও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিনা নাসরিন, সহকারী অধ্যাপক ড. আনিচুর রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু হলো। এখন পর্যন্ত সবাই সর্বাত্মক সহযোগীতা করছে। এভাবেই সকলের সহযোগীতা কামনা করছি।’
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইবিশিস) নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধাপক ড. কাজী আখতার হোসেন সভাপতি ও আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।