ইবিতে ‘ভার্চুয়াল প্লাটফর্মে পাঠদান’ শীর্ষক অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত

বুধবার, জুলাই ২২, ২০২০,৬:৫২ অপরাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনাকালে ‘ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে পাঠদান’ শীর্ষক অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

 ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ওর্য়াকশপে প্রধান অতিথি হিসেবে ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. সেলিম তোহা বক্তব্য প্রদান করেন।

ইবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু লায়েক ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও কো-হোস্ট হিসেবে ইবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ওর্য়াকশপে টেকনিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই ট্রিপল-ই স্টুডেন্ট ব্রাঞ্চ।

ওর্য়াকশপে বক্তারা ভারচুয়াল প্লাটফর্ম ব্যবহার করে কিভাবে অনলাইন কার্যক্রম পরিচালনা করবে সে বিষয় আলোকপাত করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে