ইবিতে বিশ্ব স্কাউট দিবস পালিত

রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২০,৬:১২ পূর্বাহ্ণ
0
152

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কাউটের জনক রবার্ট লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) নানা কর্মসূচী পালন করেছে ইবি রোভার স্কাউট গ্রুপ।

কর্মসূচী অনুযায়ী বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রোভার ডেন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রোভার স্কাউটের সদস্যরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে রোভার স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

ইবি রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সভাপতি আখতার হোসেন আজাদের সঞ্চালনায় এসময় ইবি রোভার স্কাউটের সম্পাদক প্রফেসর ড.রুহুল কে এম আবু সালেহ, আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান ও আরএসএল প্রফেসর ড. আমিনুল ইসলামসহ রোভারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রেুয়ারি লন্ডনে জন্ম গ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ সালে স্কাউট আন্দোলনের সূত্রপাত ঘটে। সেই থেকে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে